বিশদ এলাকা জুড়ে নেই তো কোন বাঁধার খিল
খাচ্ছি যা পাতে সারের নাম করে বজ্জাতি অসার।
গিঁটে বাঁধা অধরার দড়ি ফসকে রোজ নিখিল ;
এক কিশতির 'পরে পাল তুলে হচ্ছি আগুসার।
সম্ভ্রম খুলে কায়দা করে চেতনা জুড়ে নাপাক
সিঁদ চোর পথ খুঁজে পায়, উন্মুখ সাদরে দ্বার
সম্পর্ক দিনকে তা-ই মালা জপে হানছে তালাক
জানো কি মানুষ যাবা কোথা কোনদিকে সওয়ার?
অসদ বিম্বে যা তুমি দেখো বিশ্বাসে মন উজাড়
গতি বেড়ে বেগতিক হেঁটে, পড়ছো নিত্য যে পাঠ
প্রেম বলে মোহ সেথা, হৃদয়ে দাগা দিয়ে লোপাট;
বোধ করি সুধা বলে ফান্দে ফেলার মস্ত বাজার।
বেনামে নীতির ধারা কোথাও বৃষ্টি কোথাও ঝড় ;
মূল্যের অভাবে বোধ বুঝি আজ কাঁদছে অঝোর।