.........................
ক্রমে সাঙ্গ অনুসঙ্গ
দেয়া-নেয়া খেলা
ম্লান আমি ডুবে অন্ধে
কাটে ঘোর বেলা।

পাতা খসে ক্ষরে ক্ষয়
গায়ে হিম দোলা
গুটি পায়ে হেঁটে দিন
নামে রাত ঘোলা।

কাল দু'কাল আকালে
ঠিকঠাক চলা
অভিন্ন রূপ অপরূপে
শিল্পশোক কলা

জানি সত্য ভারী থেঁতো
অন্তে বিঁধে ফলা
জরা নিত্য ভালো চিত্ত
বেঁচে থাক্ ছলা।