...........................................................
১.
আঁধারের চাদর চিড়ে
তুলে আন্ আলো ছিঁড়ে
গহীন খুঁড়ে
রাত ঘুচে ভোর
সূর্য-কিরণ।
জেগে ওঠ সাহসী প্রাণ
ছুঁড়ে দে বারুদে-বাণ
খড়গ-কৃপাণ
গাড়ুক শেকড়
দ্রোহ-তোরণ।
২.
শৃঙ্খলের শেকল-গলে
ভেঙ্গে বাঁধ আপনা-বলে
স্বাধীন হলে
উড়লো নিশান
উর্ধ্ব-পানে।
হারায় ঐ শৌর্য্য সবল
অমানিশায় তরুণ অচল
হীনবল
পায়না খুঁজে
বাঁচার মানে।
৩.
হায়েনার ঐ লোলুপ চোখে
মা-বোন শত কলুপ মেখে
শিকার নখে
ছিঁড়ে খায় আবরু
শূকর।
নারী নির্বিশেষ আঁচল হারায়
শঙ্খচূড়া আঁচড় বসায়
ভয়াল থাবায়
লক্লকে জিভ নেড়ি
কুকুর।
৪.
তরুণ তোমার টগবগে প্রাণ
উঠাও গায়ের নীলাভরণ
বাজাও বিষাণ
হুঙ্কার নিনাদে
আকাশ ভারী।
ফের বিজুলি ঝলসে পড়ুক
ঝঙ্কার তুলে মর্মে বাজুক
দ্রোহ জ্বলুক
সিংহনাদে দমকা
প্রলয়ঙ্করী।
৫.
ছেঁটে ফেল্ আগাছা বাড়
মুছ্ কালিমা দংশনি ছাড়
মটকে-ঘাড়
ধর্ষক ঝুলুক ফাঁসির
দড়ি।
এ মাটির বিমল কোলে
হবেনা ঠাঁই নষ্টের দলে
ভ্রান্তির ছলে
শিষ্টই হবে জাতির
নড়ি।