সনেট-১০
.........................................................
ভাঁজ করে তুলে নাও তামসী বিষাদের মাদুর,
শিব লগ্নে ভাবী সাল, স্বদেশের সুবর্ণ সময়।
এক ছাত তিথিডোরে দেখবো কি শশীর উদয়?
করুণ পাপিয়া দেখো, শিসে খোঁজে প্রণয়ী সুদূর।
দুর্গম অরণ্যানী সুর হিমালয় পাদদেশে,
হ্যামং গোষ্ঠীর প্রেমিক-জোড় যেবা করে ভাবাদান;
চাতক কবিও কণ্ঠে তুলে সে বিরহাতুর গান।
শাড়ি এঁটে হে রঙ্গনা, সিঁদুরে মৌটুসী সজ্জাবেশে
শিখীপুচ্ছ-খোঁপা গুঁজে খোশ বনজুঁই গুচ্ছ ফুল।
শীতল মুর্তাপাটি-তে আরামে বসো গুলবাহার
ডোম্বী-নারী নৃত্যে হেঁটো ময়ূখী, দোলে দোদুল
বিরুন ভাত ও চাল পিঠা হোক বঁধুর আহার।
বঙ্গ ঐতিহ্যের পক্ষে উঁচু হাত বাড়িয়ে কামিনী,
ধুয়েমুছে দূর ঠ্যালো হৃদয়ে বিদারক যামিনী।।