সনেট-০৬
..................................................
পিয়াস মিটে নাও জল, জলপরী চাড়ি ভরে,
তৃপ্তির ঢেঁকুর তুলো খোরাকি নাই থাক আমার।
রচে যাই ভজ-গীত ভালবেসে জঙ্গলা মর্মরে,
বাউলের একতারে বাজুক বিচ্ছেদ রাগিণীর।
শিকস্তি মাত্রই জানে পাড় খসে হঠাৎ হঠাৎ
মৃত্তিকা শরীর টুটে, মিশে নদী একশা সাগরে।
কভু গড়ে কভু ভাঙ্গে ঢেউ বহে ছলাৎ ছলাৎ
মম অঙ্গ হেনে গড় তব সৌষ্ঠব, পয়স্তি চরে।
উপকূলে আবাসন যার তার কি সাধে ভীরুতা
ঘূর্ণিঝড় অভিঘাতে, বড় চেনা অশনি স্বজন।
নিত্য ওঁত পেতে রয় খুবলে খাবে গড়পড়তা
জনপদ ও জীবন, পরিয়ে গায়ে নগ্ন বসন।
মনমরে খাক নই ত্যাগে হাস্যজ্জ্বল ওগো নারী,
আপনা দিয়েছি সঁপে কহিনা তোমায় সর্বহারী।।