মনোভঙ্গের নিশুতি আঁধার
হয়তো একদিন ফুরোবে।
হয়তো যামিনী পেরিয়ে যাতনারা
ভোরের গহবর হতে সোনালী সূর্য হয়ে
বেরিয়ে আসবে ;
আলোকিত করবে তমসাবৃত একরাশ শূন্যতাকে।
হয়তো আকাশে একদিন চাঁদ উঠবে
আকাশ ঘেঁষে তারায় তারায় মিলন হবে,
জোৎস্নালোকিত রাত নিশ্চয় অনেক সুন্দর দেখাবে!
হয়তো একদিন ঘুচবে সব
লেনাদেনার হিসেব-নিকেশ ;
সব পাওয়ার না-পাওয়ার খতিয়ান।
হয়তো আজকের আবেগেরা একদিন
দাঁত কেলিয়ে হাসবে ;
বাস্তবতার কঠিন স্পর্শে মুখ থুবড়ে পড়বে।
হয়তো আজকের প্রতিশ্রুত কথামালা
শুধু মালা হয়ে ঝুলবে ;
আড়ালে অথবা আবডালে টিপ্পনী কাটবে।
হয়তো একদিন সব সুখ নির্ঝর হয়ে ঝরবে ;
দুঃখগুলো ঝড়ো হাওয়ায় সরবে।
হয়তো একদিন ঘড়িটা ঠিকঠাক বাজবে ;
আলসেমি আহ্লাদীর টনক নড়বে।
হয়তো আজ যা ছিল না সব-ই একদিন থাকবে।
থাকবে না শুধু..…..
মায়ার প্রলেপ মাখানো ;
মন মাতানো,
ফাঁদ পাতানো তুমি টা।।