সনেট-০৫
.......….........................................

সাগর পাড়ের বঁধু ভালবেসে পাহাড় আপন
বেছে নিল পাহাড়ের শিখরে বসত গড়া বর।
নদীর এপাড় বাসী ওপাড় তালাশে আজীবন
অমৃতে মজে যেমন ফাঁসে ছলনায় মরুচর।

মৃদুমন্দ হাওয়ায় দুলিবে নির্বোধ নিশাচর।
বেহাতে সঁপে উজাড়, করে মোহনায় আলিঙ্গন।
চকচকে ফটকের অন্দর কি হয় শোভাময়?
কেঁচো খুঁড়ে আজদাহা ফণীতুলে বিক্ষত হৃদয়।

বিশ্বাস রেখে ললাটে অনুরাগে চুম্বনে জড়াও
ভ্রমরের শূল নয় ফুলের সৌরভ দাও তারে,
চোখ রেখে মমতায় হাত বাড়িয়ে হাত বুলাও
প্রখর তৃষ্ণায় রয় যে হিমজল নিয়ে সদরে।

হিসেব করে না প্রিয় কভু বেহিসেবী জগতের,
জীবন ব্যবসা নয় মুনাফা গুনবে বণিকের।।