লাভের ব্যবসা খুলে আমি তো বসি নি কেলি ছল
ছত্রে ছত্রে বাঁক যার জাঁক করে দেখায় জমক,
আমার তো নেই হংসী তোমার দুই দারুণ পালক;
দিগ্বিদিক টোপ ফেলে তুলে আনবো অমৃত ফল।
স্মৃতির মুকুরে ভাসি দিল-খোঁচানো মধুর হাসি
এখনও প্রেরণার চাকা ঘুরে বাঁচার খোরাক,
দীপ্ত হয়ে ঝরে পড়ে বেদনার জমাট ফারাক ;
মুক্ত হয়ে উড় না লো পাখনা ঝাপটিয়ে বাতাসি।
হারিয়ে পান্না সবুজ, গা চরায় জরদে মাখন
বিষণ্ণ হলে চিত্রিণী, এসো দিবো শীতল চাদর,
চেতনার তৃষ্ণা জুড়ে তৃপ্ত দু'টি মন অনুখন
চলো করি বিনিময় সর্ব অঙ্গে সুখোষ্ণ আদর।
হৃদয়ের কথা তুলে, সযত্নে হৃদয়ে বিলিখন,
শুভ বা অশুভ যাই হোক, জেনো, জানাই সাদর।