....................................
রোগ-ভোগে
ক্ষয়ে ক্ষয়ে
নুয়ে পড়ে
শরীরের আস্তাবল
জলদাস
ছদ্মবেশে
জলদস্যু
চেটে খায় অনর্গল।
মনটাও
বেগতিক
নড়বড়ে
গড়বড়ে নিকেতন
মূল্যবোধে
সুবোধের
নাই তাই
খোলতাই সচেতন।
স্বশাসনে
এখনও
তনু মন
যদি করে উচাটন
আর কবে
ভাঁজ খুলে
শিরদাঁড়া
খাড়া হয় টনটন।
বিবেকের
সুনজর
শক্তকুঠি
শেকড়ের প্রয়োজন
কমজোরে
বুনিয়াদ
ফলাফল
সারশূন্য আয়োজন।
(এখানে দেশকে মানুষের সাথে তুলনা করে শরীর মানে-স্বাস্থ্যখাত আর মন মানে শিক্ষাখাত বুঝানো হয়েছে)