.........................................

আচমকা মেঘ চিরে
বিজুলি নামার মতো
                       তুমি আসলে,
বিরান মরূ প্রান্তর
যেন কানায় কানায়
                      ভরপুর ফসলে।

তোমার দর্শনে যুগল
চোখের মণি ঝিকিয়ে
                     ওঠে আহ্লাদে,
দুঃখ-দুর্দশায় বুকের
জমাট ব্যথায় কেটেছে
                     সময় জল্লাদে।

বেসুরো জীবনে দাও
ঢেলে ধ্রুপদী সুরের
                    অমোঘ মূর্ছনা,
তোমার স্বর সুষমায়
নিটোল শব্দে জাগায়
                    আমার চেতনা।

একাকীত্ব বেদনা পায়
তোমাকে প্রিয়তম
                    সুহৃদ সুতনু,
অনিভন্ত উদ্দীপনায়
শিখাও, করিনা যেন
                    কভু নতজানু।

কাছে আসলে তোমার
ভেবে নেই আমি এক
                    প্রতিভাবান পুরুষ,
সামান্যে অসামান্য মুগ্ধতায়
ঝিনুকের খোলস ছেড়ে
                    দাও মুক্তোর পরশ ।।