১.
কালে কালে
বিষজলে
হাতড়িয়ে
খুঁজি ফিরি সীমারেখা
অভিমানে
নীড়ে ফের
মুখঢাকি
অমানিশা প্রাণসখা।
২.
অবসাদ
ক্রমে ক্রমে
পুঁজ জমে
নীলকন্ঠী ছায়াপাত
সুখভোগ
ছক এঁকে
কল্পনায়
মেঘ গলে ধারাপাত।
৩.
ভাটি জলে
মায়াজালে
পিঁড়ি 'পরে
ঠায় বসে নতমুখ
শির উঁচে
গ্রীবা সিধে
হেলদোলে
তাকায়নি অভিমুখ।
৪.
বোধ পাতে
তুলে রাখি
প্রবোধন
ঘনঘোর আসমান
হিমঝড়ে
পাতা ঝরে
উবে যায়
হরিদ্রাভ অভিমান।
৫.
কবি তাই
স্বপ্ন দেখি
শিখা জ্বালি
আশা আলো সাঁঝবাতি
হুতাশনে
ক্ষত বাড়ে
দামি কথা
ফুলঝারি মহামতি ।।
(শ্রদ্ধেয় কবি মুহম্মদ মনিরুজ্জামান এ-র মজাক্ষরা ছন্দে অনুপ্রাণিত হয়ে লেখা )