তুমি কে গো অমন পাষাণী
অসময়ে ধরি হাতখানি ;
সময়-সময়ে ছিনিমিনি,
তোমাকে চিনি?
যে জলের দরে বেঁচা-কিনি।
মুখ-মাচা ঝুলা চিনি-হাঁড়ি
জলের খরায় জল-কাড়ি ;
জল-ডুবা গায় জল-ছাড়ি,
কায়দা করি ফায়দা লুটোয় আগ-বাড়ি।
তোমার ..
অন্তর-ধ্যানে ধুতরা ফুল
তিত-করলা নিমের জুল।
ক্রমাগত হানতে থাক্ বক্ষ-চেরা শূল,
ঠোঁটে-ঠোঁট নাড়িয়ে তোমার রায়ে কবুল ।।
(অসম বৈষম্যে গড়া বাংলাদেশ -ভারত সম্পর্কে ব্যঙ্গাত্মক কবিতা?