১.
বর্শা-বাণে অগ্নি ঝরুক শত্রুর বুকে প্রত্যাখান
এসো বিশ্বের আশেকে-রাসূল দ্রোহ-স্ফুলিঙ্গে জ্বলুক প্রাণ।
বিশিখ বিঁধিল মুসলিম-উম্মায়
দীন-বেদ্বীন ফ্রঁস বিষাদ-ফণায়
ঝাঁজরায়!
পাঁজরায়!
ওহে মুসলিম টুঁটি চেপে ধর মদোন্মত্ত উন্মাদনায়
ম্লান করতে চায় জৌলুশ-মুখ খামখেয়ালিপনায়।
২.
পূত-পবিত্র ঐশী-পুরুষ পৃথিবীর, মহানুভবে অতুলন
রণবেশে সাজ সত্য-পথিক মাত করি আজ
আস্ফালন।
সূর্যরে ঢাকে অন্ধ-মূর্খ আস্পর্ধায়
বর্বর হাসে! খর্ব করি বরণডালায়,
পত্র-ছাপায়!
অমানিশায়!
রণ-মন্ত্র পুষে দ্বীন-দুনিয়ার রাসূল-প্রেমিক আয়,
ইসলামের রোশনাই বুঝি আজ নিভূ নিভে যায়।
৩.
মুসলমানের কলিজা পুড়ে অঙ্গারে তোর শীত-পোহান।
এই কি তোর প্রগতির ছল উচ্ছল-স্বাধীন মতপ্রকাশন।
ভুলি নাই!মেতেছিলি উন্মত্ত আদিম-খেলায়
চূর্ণ করি শত মসজিদ উপনিবেশ ছলা-কলায়।
হোলিখেলায়!
ঔদ্ধত্যপনায়!
খুন চেপে বুক-দর্পে আবাদ-ফসল পুড়লি চিতোয়,
ফরাসির ইতিহাস জুড়ে আহা! আহাজার নোনা-তোয়।
৪.
আরব-ক্রোড়ে জন্ম নেয়া দ্বীন-ইসলাম শোণিত ময়দান,
জাগো মুসলিম! হুঙ্কার ছাড় সিংহ-পুরুষ!দুর্জয় আহ্বান।
কতকাল আর সৌকর্য-সুখদ ভুলে মত্ত দুনিয়ায়?
এ-মাটি পূত-নিখাদ রাসূলের পদচারণায়।
আরশ-ছায়ায়!
সাচ্চা-মায়ায়!
দিলদরিয়া নবী-হযরত দেখো সোনার মদিনায়
কাঁদে ফাটে বুক সৌদ-তোয়াজ দেউলিয়াপনায়।
৫.
শার্লি এবদো! বাড় বেড়েছো বারেবারে কর ইজ্জত হরণ
শাসক ম্যাঁক্রো! ভষ্মে ছাই ঢেলে দিয়ে ঘৃণ্যবাক্য উচ্চারণ।
প্রকাশ্য হুমকি হানে ভয়াল থাবায়
এরূপ রাষ্ট্রীয়-ধৃষ্টতা খুব যে ভাবায়!
খুব যে কাঁদায়!
রক্ত-ঝরায়!
যুগে যুগে কি কাটবে দিন, দ্বীন-ইসলাম বন্দীদশায়
চাই ওমরের অমর শাসন পৃথিবী এক শীতল ছায়ায়।।