মায়ের ভাষা বাংলা
তুমি রক্তাভ শিমুল,
তোমার রাহে জুড়াই
মন করি আকুল।
বাংলা তুমি কৃষাণের
আমন ধানের ঘ্রাণ,
তোমার সুধা পেয়ে মোদের
শীতল হল প্রাণ।
ভাষার জন্য আন্দোলনে
ঝরলো কতো প্রাণ
বিশ্বকে তাক্ লাগিয়ে
রাখলে মায়ের মান।
সালাম,বরকত, সফিউরের
রক্তে গড়া ভাষা,
বাংলা তুমি হৃত মায়ের
ভরাট মনের আশা।
খাঁচাবন্দী ছিলাম মোরা
সুখ জুটেনি আগে,
ভাষার জন্য সংগ্রামে আজ
সব জুটেছে ভাগে।
শহীদ মিনার অর্চনায়
স্মরণ করি ওদের ,
অগোচরে অশ্রু নামে
গর্বিত মনের।
আন্তর্জাতিক মানে তুমি
বাংলা ভাষা আছো,
বিশ্ব মাঝে আত্ন-গরিমায়
পাথেয় পেয়েছ ।।
২০ অক্টোবর ২০০৬
ক্যান্টনমেন্ট কলেজ, সিলেট।