সনেট-০১

রাতের তিমিরে ভেসে ওঠো চাঁদ হয়ে পূর্ণিমার,
বেলীফুলের গেঁড়ুয়া খোঁপায় এলোকেশ বাহারে -
কাশ্মীরী আপেল রাঙা গাল দু'টো তোমার আহারে!
ডলডল মুখে যেন ছেয়ে গেছে ফুল নক্ষত্রের।

বেণু বীণায় কাঁপন তুলো হৃদয়ে ঝড় উল্লাসী!
উড়ন্তপনা বাড়ন্ত মেয়ে তুমি দোহারা গড়ন,
আসমুদ্র-হিমাচল পাড়ি দিবো তোমাকে বরণ।
অনুভবে ধমনীর রক্ত উজানে ওঠে বিধ্বংসী।

হেথায় স্মরি হোথায় খুঁজি নির্ঝর ঝর্ণার জলে,
চিলের চোখে সৈকতে পাথরনুড়ি সন্ধান করে--
আবছা আলোয় মায়া জাগাও মন বিরহে গলে,
বড় আদরে ঝিনুক-মনে শ্রমে-ঘামে মুক্তো গড়ে।

নশ্ব পৃথিবীর খেল খপ্পরে পোঁতা জঞ্জাল ঠেলে,
অপ্সরা এসে পরাণে দাও মনোহারী সুর ঢেলে ।।