জন্মের আঁটানো
শরীরে শনির তিল
যেন আমারি সব --
দরজায় লাগে খিল।

মেঘঠাসা দুঃখে
আমি কষ্ট কিনি
গাঢ় বেদনায় নীল।