অনর্থক সময় বয়ে যায়
আবেগ বেশি শব্দের মাত্রা কম করে
শিল্প ভেঙে আর সাজানো হয়ে ওঠেনি
প্রেমে বেহিসেবী হয়ে ওঠার শিক্ষা
বর্নমালার অহোরাত্র লড়াই

প্রতিটা হাসির লহর জানে
বিষাদ কত আনন্দদায়ক হয় !
কাগজের বুকে কলমের অবাধ আলোচনা
লজ্জা সংকোচের বাঁধ ভেঙ্গে
সাদা কাগজটি সেই যে কলঙ্কিত
অদ্ভুত ভাবান্তর
পরিহাসের জীবনে
এক একটা মৃত্যুবার্ষিকী কেটে যায়।