আরো এক রাত সাক্ষী হল
নিভলো আলো,
যোদ্ধারা সব পথে নামল।
মোম গললো অন্ধকারে
শহর তখন উথাল পাতাল
তিলোওমা বিচার পাবে!
খুদে থেকে প্রবীন
একটাই তো প্রশ্ন ছোড়ে।
কেউ লিখলো
দাবি অধিক দফা এক
বিচার পরে, দল হরেক
দলে দলে খেলছে সাফ
দিচ্ছে ডাক, বিবৃতি ভুলে
বিচার আজও কোর্টে ঝুলে
এ দল ৫ ও দল ৭
সুযোগীরাও মেলাচ্ছে হাত
বিচার বিচার বিচার চাই
কোথায় বিচার
বছর যায়, ভুলে যাই
মূর্খের দল
নির্যাতিতার ফাঁসি নয়
মুখ্যের পরিত্যাগ চাই
নাগরিকের দাবি মানতে হবে
দোয়েল কোয়েল যেই হও
চেয়ার তোমায় ছাড়তে হবে
রাজ্য জুড়ে বিচারের ডাক
কেউ শ্লোগান লিখলো
দফা এক দাবি এক
শাসকবর্গ,প্রতিবাদ দেখ
কেউ লিখছে
দফা এক দাবি এক
দুষ্ট শাসকদের গদি ত্যাগ
বিচার পাবে!
মায়েরা অস্ত্র ধরো,পাশে শোক
বিচার শুধু বিচার চাই
ঘরে ঘরে দুর্গা হোক,যুদ্ধ হোক
রক্ত নিলে রক্ত চাই
প্রতিবাদী ভক্ত চাই
রাজা তোমার সাজা চাই।