== ষড়ক্ষরা বৃত্তি বা ৬ বৃত্তি : যেসব সংস্কৃত ছন্দের প্রতি চরণে ৬ টি অক্ষর বিদ্যমান তাদের ষড়ক্ষরা বৃত্তি বা ৬ বৃত্তি বলে।
** আজকের এই অধিবেশন উৎসর্গ করছি পরম শ্রদ্ধেয়া কবি চৈতালি চক্রবর্তী দিদিভাই কে। যার কাব্যানুরাগ আমাকে মুগ্ধ করেছে। তারই কুশল স্মরণে নিবেদন করলাম।
** সংস্কৃত ষড়ক্ষরা বৃত্তির ছন্দ ১০ টি।
১. সংস্কৃত তনুমধ্যা ছন্দ
২. সংস্কৃত শশিবদনা ছন্দ
৩. সংস্কৃত সোমরাজী ছন্দ
৪. সংস্কৃত বিদ্যুল্লেখা ছন্দ
৫. সংস্কৃত বসুমতী ছন্দ
৬. সংস্কৃত তিণ্ন ছন্দ
৭. সংস্কৃত বীজোহা ছন্দ
৮. সংস্কৃত মস্থাণ ছন্দ
৯. সংস্কৃত মালই ছন্দ
১০. সংস্কৃত দমণ ছন্দ
ষড়ক্ষরার প্রথম অধিবেশনে থাকছে ৩টি ছন্দ।
১. সংস্কৃত তনুমধ্যা ছন্দ
২. সংস্কৃত শশিবদনা ছন্দ
৩. সংস্কৃত সোমরাজী ছন্দ
বাকি ছন্দালাপ পরবর্তী অধিবেশনে
১. সংস্কৃত তনুমধ্যা ছন্দ: এর গণ দুটি ( ত য)
গঠন :
সংস্কৃত রীতিতে : গুরু গুরু লঘু লঘু গুরু গুরু
বনেদী ছন্দে : বদ্ধ বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ বদ্ধ
আধুনিক বাংলায় : ধিন ধিন তা তা ধিন ধিন
উদাহরণ:
সংস্কৃতে :
নশ্যন্তি দদর্শ বৃন্দানি কপিন্দ্রঃ
হরীণ্যবলানাং হরীণ্যবলানাম্।
(ব্যাখ্যা : নশ্/গু, শোন/গু, তি/ল, দ/ল, দর্/গু, শো/গু
বৃন্/গু, দা/গু, নি/ল, ক/ল, পিন্/গু, দ্রোঃ/গু
হ/গু, রীন্/গু, ন/ল, ব/ল, লা/গু,নাং/নাম্ /গু)
বাংলায় :
// হায় হায়! একি জঞ্জাল!
দিনদিন দেখি ভুলভাল,
ছটফট করে দিন শেষ,
নাই নাই শুনি আজকাল।//
(ব্যাখ্যা :
হায়/ধিন, হায়/ধিন, এ/তা, কি/তা, জন্/ধিন, জাল/ধিন,
দিন/ধিন, দিন/ধিন, দে/তা, খি/ তা, ভুল/ধিন, ভাল/ধিন,
ছট/ধিন, ফট/ধিন, ক/তা, রে/তা দিন/ধিন, শেষ/ ধিন,
নাই/ধিন, নাই/ধিন, শু/তা, নি/তা, আজ/ধিন, কাল/ধিন)
২. সংস্কৃত শশিবদনা ছন্দ: এর গণ দুটি ( ন য)
গঠন :
সংস্কৃত রীতিতে : লঘু লঘু লঘু লঘু গুরু গুরু
বনেদী ছন্দে : মুক্ত মুক্ত মুক্ত মুক্ত বদ্ধ বদ্ধ
আধুনিক বাংলায় : তা তা তা তা ধিন ধিন
উদাহরণ:
সংস্কৃতে :
শশিবদনানাং ব্রজতরুণীনাম্
বচনসুধোর্ষ্মিং মধুরিপুরৈচ্ছৎ।
(ব্যাখ্যা : শ/ল, শি/ল, ব/ল, দ/ল, না/গু, নাং/গু
ব্র/ল, জ/ল, ত/ল, রু/ল, ণী/গু, নাম্/গু
ব/ল, চ/ল, ন/ল, সু/ল, ধোরশ্/গু, মিং/গু
ম/ল, ধু/ল, রি/ল, পু/ল,রৈচ্/গু, ছৎ/গু)
বাংলায় :
//আঁধারে রিপুর দল,
পেতেছে চিতার কল।
জীবনে আলোর রেশ,
ধরেছে নানান বেশ।//
------- অকারণ/ কবি কোমল দাস
(ব্যাখ্যা :
আঁ/তা, ধা/তা, রে/তা, রি/তা, পুর/ধিন, দল/ধিন,
পে/তা, তে/তা, ছে/তা, চি/তা, তার/ধিন, কল/ধিন,
জী/তা, ব/তা, নে/তা, আ/তা, লোর/ধিন, রেশ/ধিন,
ধ/তা, রে/তা, ছে/তা, না/তা, নান/ধিন, বেশ/ধিন)
৩. সংস্কৃত সোমরাজী ছন্দ: এর গণ দুটি ( য য)
গঠন :
সংস্কৃত রীতিতে : লঘু গুরু/ গুরু লঘু গুরু গুরু
বনেদী ছন্দে : মুক্ত বদ্ধ / বদ্ধ মুক্ত বদ্ধ বদ্ধ
আধুনিক বাংলায় : তা ধিন/ ধিন তা ধিন ধিন
উদাহরণ:
সংস্কৃতে :
হরে! সোমরাজী সমা তে যশঃ শ্রী
জগন্মণ্ডলস্য ছিনত্ত্যন্ধকারম্।।
(ব্যাখ্যা :
হ/ল, রে/গু, সো/গু, ম/ল, রা/গু, জী/গু
স/ল, মা/গু, তে/গু, য/ল, শঃ/গু, শ্রী/গু
জ/ল, গন্/গু, মন্/গু, ড/ল, লশ্/গু, শো/গু
ছি/ল, নত্/গু, তন্/গু, ধ/ল,কা/গু, রম্/গু)
বাংলায় :
//মুখের খাদ্য লুটপাট
যুগের বাদ্য ঠাটবাট।
বুকের সাধ্য কড়মড়
সুখের পদ্য নড়বড়। //
(ব্যাখ্যা :
মু/তা, খের/ধিন, খাদ্/ধিন, দো/তা, লুট/ধিন, পাট/ধিন,
যু/তা, গের/ধিন, বাদ্/ধিন, দো/তা, ঠাট/ ধিন, বাট/ধিন,
বু/তা, কের/ধিন, সাদ্/ধিন, ধো/তা, কড়/ধিন, মড়/ধিন,
সু/তা, খের/ধিন, পদ্/ধিন, দো/তা, নড়/ধিন, বড়/ধিন)
আজ এপর্যন্তই,
শুভ কামনা।