* চতুরাক্ষরা বৃত্তিঃ সংস্কৃতে চতুরাক্ষরা বৃত্তি বলতে বুঝায় যেসব ছন্দে প্রতিটি চরণে লঘু, গুরু মিলে চারটি অক্ষর বিদ্যমান।
* আজকের এই অধিবেশনটি উৎসর্গ করছি পরম প্রিয় কবি দীপিকা রায় দিদিভাই'কে। যার সংস্পর্শে সাহিত্য ভাবনার আরেক ধাপ এগুতে সক্ষম হয়েছি। দিদির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
* চতুরাক্ষরা ছন্দ মোটামুটি ৫ টি (ছন্দোমঞ্জরী মতে ৪ টি)
যথা -
১. কন্যা ছন্দ
২. সতী ছন্দ
৩. ঘারি ছন্দ
৪. নগানি ছন্দ
৫. বলা ছন্দ
ছন্দালোচনা :
১। সংস্কৃত কন্যা ছন্দ : এর গণ ৪ টি
সংস্কৃত রীতিঃ গুরু গুরু গুরু গুরু
বনেদী ছন্দেঃ বদ্ধ বদ্ধ বদ্ধ বদ্ধ
আধুনিক বাংলায়ঃ ধিন ধিন ধিন ধিন
প্রতীক: s s s s বা – – – –
উদাহরণ:
সংস্কৃতে :
//ভাস্বৎকন্যা - ভা স্বৎ কন্ না ( গু গু গু গু)
সৈকা ধন্য।// - সৈ কা ধন্ না ( গু গু গু গু)
বাংলায় :
//আজকাল হালচাল
ভুলভাল জানমাল,
চঞ্চল বৈঠক
খায়-দায় ঠকঠক। //
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন ধিন ধিন ধিন এ বিন্যস্ত)
২। সংস্কৃত সতী ছন্দ : এর গণ ৪ টি
সংস্কৃত রীতিঃ লঘু লঘু লঘু গুরু
বনেদী ছন্দেঃ মুক্ত মুক্ত মুক্ত বদ্ধ
আধুনিক বাংলায়ঃ তা তা তা ধিন
প্রতীক: v v v s বা | | | –
উদাহরণ:
সংস্কৃতে :
//মুররিপো - মু র রি পো ( ল ল ল গু)
তব পদং//- ত ব প দম্ ( ল ল ল গু)
বাংলায় :
//যাহা নকল
তাহা সকল,
করে আসল
বেচে সফল। //
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা তা তা ধিন এ বিন্যস্ত)
৩. সংস্কৃত ঘারি ছন্দ : এর গণ ৪ টি
সংস্কৃত রীতিঃ গুরু লঘু গুরু লঘু
বনেদী ছন্দেঃ বদ্ধ মুক্ত বদ্ধ মুক্ত
আধুনিক বাংলায়ঃ ধিন তা ধিন তা
প্রতীক: s v s v বা – | – |
উদাহরণ:
সংস্কৃতে :
যথা - //রং বিধায় - রং বি ধা য় ( গু ল গু ল)
লং নিধায় //- লং নি ধা য় ( গু ল গু ল)
ইতি বৃত্তরত্নাবল্যাম্
বাংলায় :
// শান্তি নাই রে
কৌল রাজ্যে
গঙ্গা বইছে
উল্টো ধার্যে।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন তা ধিন তা এ বিন্যস্ত)
৪। সংস্কৃত নগানি ছন্দ : এর গণ ৪ টি
সংস্কৃত রীতিঃ লঘু গুরু লঘু গুরু
বনেদী ছন্দেঃ মুক্ত বদ্ধ মুক্ত বদ্ধ
আধুনিক বাংলায়ঃ তা ধিন তা ধিন
প্রতীক: v s v s বা | – | –
উদাহরণ:
সংস্কৃতে :
যথা - পয়োধরো - প য়ো ধ রো ( ল গু ল গু)
গুরুত্তরো- গু রুত্ ত রো ( ল গু ল গু)
ইতি পিঙ্গলে।
বাংলায় :
// কদম তলায়
বাদক বাজায়,
শ্যামের বীণায়
হাসায় কাঁদায়!//
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা ধিন তা ধিন এ বিন্যস্ত)
৫। সংস্কৃত বলা ছন্দ : এর গণ ৪ টি
সংস্কৃত রীতিঃ গুরু লঘু লঘু গুরু
বনেদী ছন্দেঃ বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ
আধুনিক বাংলায়ঃ ধিন তা তা ধিন
প্রতীক: s v v s বা – | | –
উদাহরণ:
সংস্কৃতে :
যথা - \\পানিপথে - পা নি প থে ( গু ল ল গু)
যায় রথে// - যা য় র থে ( গু ল ল গু)
বাংলায় :
// ভ্রান্ত পথের
মুক্ত ধারায়,
গঙ্গা সাগর
উল্টো গড়ায়//
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন তা তা ধিন এ বিন্যস্ত)
-----+++-------+++---- ইতি চতুরক্ষরা বৃত্তি
= সহায়ক গ্রন্থ :
* ছন্দোমঞ্জরী - গঙ্গাদাস সূরী
* পিঙ্গলছন্দসূত্র - আচার্য পিঙ্গল
* পৌরাণিক অভিধান