* সংস্কৃত ছন্দ সংলাপ ২

* আজকের এই আলোচনাটুকু উৎসর্গ করছি পরমপ্রিয় কবি পত্রলেখা ঘোষ দিদিভাইকে। যার স্নেহাদর্শ আমার জীবন চলার পাথেয়।

সংস্কৃত ত্র্যক্ষরা বা ৩ বৃত্তীয় ছন্দ : ত্র্যক্ষরা বৃত্তি হলো এর প্রতিটি চরণে তিনটি অক্ষর বিদ্যমান।
ত্র্যক্ষরা ছন্দ সাধারণত ৮ টি।
১. নারী ছন্দ
২. মৃগী ছন্দ
৩. শশী ছন্দ
৪. রমন ছন্দ
৫. পঞ্চাল ছন্দ
৬. মৃগেন্দ্র ছন্দ
৭. মন্দর ছন্দ
৮. কমল ছন্দ
আজকের অধিবেশনে থাকছে ৪ টি ছন্দালাপ। বাকি চারটি পরবর্তী অধিবেশনে ---

১. সংস্কৃত নারী ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  গুরু গুরু গুরু
     বনেদী ছন্দেঃ  বদ্ধ  বদ্ধ  বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ ধিন ধিন ধিন
     প্রতীক: s s s  বা – – –
উদাহরণ:
সংস্কৃতে : গোপানাং; গো (গু) পা (গু) নাম্ (গু)
বাংলায় :
//একবার সাম
    লও তার নাম,
    পাপ তাপ মাফ
    হয় যায়  সাফ।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন ধিন ধিন এ বিন্যস্ত)

২. সংস্কৃত মৃগী ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  গুরু লঘু গুরু
     বনেদী ছন্দেঃ  বদ্ধ  মুক্ত  বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ ধিন তা ধিন
     প্রতীক: s  v  s  বা – | –
উদাহরণ:
সংস্কৃতে :  রাধিকা; রা (গু) ধি (ল) কা (গু)
বাংলায় :
  //মৌন বেশ
     থাকলে রেশ,
      হয় না সুখ
      যায়'রে দুখ!//
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন তা ধিন এ বিন্যস্ত)

৩. সংস্কৃত শশী ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  লঘু গুরু গুরু
     বনেদী ছন্দেঃ  মুক্ত  বদ্ধ  বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ তা ধিন ধিন
     প্রতীক:  v s s  বা  | – –
উদাহরণ:
সংস্কৃতে : বিদেহী; বি (ল) দে (গু) হী (গু)
বাংলায় :
// হাতের কাজ
     না হয় লাজ,
     যেজন চাষ
     সুখের বাস।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা ধিন ধিন এ বিন্যস্ত)

৪. সংস্কৃত নারী ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  লঘু লঘু গুরু
     বনেদী ছন্দেঃ  মুক্ত মুক্ত বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ তা তা ধিন
     প্রতীক: v v s  বা |  | –
উদাহরণ:
সংস্কৃতে : ললনা; ল (ল) ল  (ল) না (গু)
বাংলায় :
// হাতে কাম
     মুখে  নাম,
     ভবে তাই
     চলি  ভাই।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা  তা  ধিন এ বিন্যস্ত)

সহায়ক গ্রন্থ :
* ছন্দোমঞ্জরী - গঙ্গাদাস সূরী
* পাণিনি শব্দশাস্ত্র - সত্যনারায়ণ চক্রবর্তী