বিন্দু বিন্দু মধুবাণী পুষ্পবৃষ্টি করে,
আত্মা আত্মা প্রেমডোরে প্রেমমাল্য গাঁথে,
সুখে-দুখে দুয়ে মিলে প্রেমাঞ্জলি করে।

হৃদে হৃদে হৃদপদ্ম জোড়াজড়ি করে,
একসাথে বৈঠাবায় প্রেম-প্রেমী হাতে,
বিন্দু বিন্দু মধুবাণী পুষ্পবৃষ্টি করে।

হাসিমুখে কাটে দিন ধর্ম কর্ম করে,
গৃহসুখে নিত্য পূজা করে এক সাথে,
সুখে-দুখে দুয়ে মিলে প্রেমাঞ্জলি করে।

প্রেমরসে রসময় দুয়ে মিলে করে,
গলে গলে গলাগলি আত্মসুখে মাতে,
বিন্দু বিন্দু মধুবাণী পুষ্পবৃষ্টি করে।

নবরূপে সেজে তারা রুধি দান করে,
গড়ে তুলে নব জীব দেহ দেহী সাথে,
সুখে-দুখে দুয়ে মিলে প্রেমাঞ্জলি করে।

সুখ আর সুখ মিলে মজে মোন ভরে,
প্রেমোধূলি উড়ে গৃহে প্রতি দিনরাতে,
বিন্দু বিন্দু মধুবাণী পুষ্পবৃষ্টি করে।
সুখে-দুখে দুয়ে মিলে প্রেমাঞ্জলি করে।



* ফরাসি ভিলানেল রীতিতে রচিত।