ওহে বিদুষী বিদ্যান
এই নন্দিত উদ্যান
করি জাগ্রত উত্থান
দাও মুক্ত বায়ু,
ওই অমৃত দুলোক
গড়ে মানব ভূলোক
হবে পরম গোলক
সুস্থ স্বাস্থ্য আয়ু।
যুগে যুগে মহাবীর
গড়েছে আনন্দ নীড়
তুমিও দুর্লভ মির
জেগে দাও সাড়া,
দেখো ধ্বনিত ক্রন্দন
পাপে জড়িত বন্ধন
জীর্ণ প্রাণের স্পন্দন
করো মুক্ত ধারা।
তুমি আলোর দিশারি
হও জ্ঞানের শিকারি
আত্ম কৌশলী মশারি
জ্বালো দীপ-শিখা,
শোনো জয়ন্তী গীতিকা
দেখো বিজয়ী লিপিকা
সাজো উজ্জ্বল দীপিকা
ইহা শাস্ত্রে লিখা।
** দীর্ঘ চতুষ্পদী রীতিতে