স্বপ্ন ঘোড়ার পিঠে চড়ে
যাবো আমি দূর বহুদূর
দেখবো আমি জগৎটা কে
দেখবো আকাশ - পাতাল ঘোর।
দেখবো আমি পাহাড় চূড়ার শৃঙ্গটার ঐ শিঙ্গে কি
বালিয়াড়ির অথৈ সাগর মরুভূমির বিজন কি
দেখবো সাগর - মহাসাগর, বিন্দু জলের শেষটা কি
চৈত্র মাসের প্রখর রোদের ভয়াবহ তেষ্টা কি
আমাজনের মানব খেকো বৃক্ষরাজির লোভটা কি
বনের পশু হিংস্র প্রাণী সবকটিরই শোকটা কি।
যাবো আমি স্বপ্ন-ঘোড়ায় চড়ে চড়ে অনেক দূর।
দেখবো আমি দেখবো শুধু দিবানিশি সন্ধ্যা ভোর।
২ আগস্ট ২০২০ ইংরেজি
নিজ বাড়ি