দেশটা নাকি স্বাধীন দেশ!
স্বাধীনতার নাইকো লেশ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
বিশ্বজিতটা দিন-দুপুরে
চাপাতিঘাতে কাতরে মরে
সোনার ছেলে তাই বলে তো
বিচার নামে ধোঁয়ার রেশ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
ক্রসফায়ার,হত্যা,গুম
অহরহ ধুম ধুমা ধুম
বললে কথা জীবন শেষ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
ট্যাক্সি থেকে নামিয়ে দিয়ে
ক্রসফায়ার,দেয় সেঁধিয়ে
নলটা বুকে রক্ত খেকু
আইনের লোক ,জানোয়ার।
তারপরে ও বাহবা বেশ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
স্বাধীনতার দোহাই দিয়ে
রাজাকারের নাম পরিয়ে
রাজনীতির চালটা খেলে
রাজনীতিকের প্রাণ শেষ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
আমার বুকে পুলিশ-বুট
সেবক নাকি খুনীর ঠোঠ!
আমার টাকায় বুট কিনে
আমার বুকের পরে টেস!
দেশটা নাকি স্বাধীন দেশ!
অকালে শেষ সাগর-রুনী
কে আর কারা তাদের খুনী
থানায় আছে ডায়েরীতেই
বিচার নামে নাইকো লেশ।
দেশটা নাকি স্বাধীন দেশ!
বলছি কথা তাই বলেই
আমার পিছু কি লাগবেই!
অতি কথায় গলায় দড়ি!!
এ বয়সে শেষ পরিশেষ!!!
দেশটা নাকি স্বাধীন দেশ!
সকাল ০৬ঃ৩০ মিনিট
৩১-০৭-১৫ ইংরেজী
দশম শ্রেণীকক্ষ,
জামেয়া উমরপুরবাজার মাদ্রাসা সিলেট।