আমি চাইনি এ স্বাধীনতা।
ফেলানীর রুপে কাটাতারে ঝুলে
বিসর্জিবো যে স্বাধীনতা।
আমি চাইনি এ স্বাধীনতা
আমি চাইনি ঐ রাজনের
পানি পানি বলে হাহাকারে
পানির জন্য কতরতা।
আমি চাইনি এ স্বাধীনতা।
আমি চাইনি বিশ্বজিৎ হয়ে
বাঁচাও বলে চিৎকার করে
চাপাতিঘাতে দিন দুপুরে
দেখবো মরেছে মানবতা।
আমি চাইনি এ স্বাধীনতা।
আমি চাইনি হেফাজত হয়ে
জবাই হয়ে,রডের আঘাতে
নাস্তিক,মুরতাদ বা তাদের
জাত ভাই রক্তখেকুর হাতে
খুয়াবো যে আজ মানবতা।
আমি চাইনি এ স্বাধীনতা।
আমি চাইনি
রানা প্লাজা নাটকের নিচে
হারিয়ে যাক আমার কথা।
আমি চাইনি এ স্বাধীনতা।
আমি চাইনি রমনায়
আমার কতিপয় বোন
হারাক ইজ্জত-আব্রু
লুঠুক কুকুর লীগের
হায়েনা,নরপিচাশ,পশু,
মানব নামী জানোয়ার।
আমি চাইনি
চাইনি শুনতে হাহাকার,
অবলা নারীর চিৎকার।
আমি চাইনি
চাইনি 'জয় বাংলা'ধ্বনিতে
মুছে যাক পরিমলের কথা।
আমি চাইনি এ স্বাধীনতা।
বিকাল ০৪ঃ১০ মিনিট
১৫-০৭-১৫ ইংরেজী
নিজ বাড়ী