অবয়ব মুখোশের নিচেই প্রয়াৎ
লাফালাফি চিৎকার;তাসলিমা স্‌বাদ
শাহবাগী বারাঙ্গনা;বিচেতন খাদ
বিজাত উদরে ধরে,পাড়ি দিন রাত।


কুমারিত্ত্‌ব বিসর্জন;শেষ পরিশেষ
ধর্মের জিঞ্জির ভেঙ্গে, স্‌বাধীনতা গান !
পুরুষত্ত্‌ব ছোঁয়া পেতে উত্তেজিত প্রাণ!
হেফাজতী যত্তসব ভেজালের লেশ!


কলঙ্ক জাতির এরা পশু জানোয়ার।
প্রসবিছে পথে ঘাটে; বিজাতের বৃদ্ধি।
বেলেল্লা,বেহায়া এরা পাপাচারে সিদ্ধি।
সমাজের পাংশন, বিদাহী সবার।


বিদ্‌বত্তম,জ্ঞানীদের উক্তি এর তরে
'ভাইরাস সবটাকে ছুড়ো জম ঘড়ে'.


বিকাল ০৪ঃ১০ মিনিট
২৪-০৭-১৫ ইংরেজী
নিজ বাড়ী