মাগো
তোমার চরণ, তোমার ধুলায়
তোমার আদল,তোমার সত্ত্বায়
দাওনা মিশতে,দাওনা আমায়
মাগো তোমার ধুলায়।
মাগো
তোমার প্রেমের মধুর কথায়,
রাতের আধাঁর, স্নিগ্ধ ছায়ায়
মজনু করে দাওনা আমায়।
মাগো তোমার মায়ায়।
মাগো
ভোরের পাখির মধুর গানে,
কিচির-মিচির মধুর তাণে,
বনের বাতাস,সুখের বাণে
মিশবো আমি তোমার প্রাণে।
মাগো তোমার ধ্যাণে।
মাগো
তোমার সবুজ ঘাসের মাঝে,
তোমার আদল,তোমার ভাজে,
তোমার নদীর স্রোতের ঝাঁজে,
পাহাড়-গিরি,গুহার খাজে
প্রেমিক করে দাওনা আমায় ।
মাগো তোমার মায়ায়।
মাগো
তোমার মনুর প্রখর স্রোতে,
ক্ষুব্ধ মাতাল কুশিয়ারাতে,
সকাল-বিকাল,সন্ধ্যা-প্রাতে
প্রেমিক করে দাওনা আমায়।
মাগো তোমার মায়ায়।
মাগো
বাতায়নের গ্রিলটা ধরে,
আকাশ দেখে ছাদের পরে
তোমার প্রেমে তোমার নামে
দাওনা মাগো পাগল করে।
মাগো তোমার প্রেমে।
বিকাল ০৩ঃ৪০ মিনিট
১৫-০৭-১৫ ইংরেজী
নিজবাড়ি