মশহরী টেনে বুঝি লাভ নেই কিছু
মশানের বাসিন্দা এলো পিছু পিছু।


কুহর কর্ণকুহরে "এলাম পুজতে
একমত হয়রান মানব খুঁজতে।
ঘরদ্‌বার আটকানো নেই নেই পথ
জঠরের মোহে খুঁজি খুনের আড়ৎ
অবশেষে পেয়ে যাই প্রিয় হে,তোমায়
উন্মাদ করে দিবো গভীর চুমায়
নড়বে না চড়বে না সাবধান করি
কয়েকটা চুমু খাব হাত,পায় ধরি"


অবিরোধ অবরোধে আবদ্ধ আমি
পাগল করলো বুঝি হাত,পায় চুমি!
কষলাম চড়-টড় টুস!! টাস!! টুস!!
ধরাশায়ী কয়েকটা তিনটে বেহুশ।


যাবার তো নাম নেই চড়-টড় খেয়ে
পলায়ন করে ফের আসে দেখি ধেয়ে!
অবশেষে মরটিন জ্‌বাললাম যবে
পলায়ন"ছেড়ে দে মা কেঁদে বাঁচি"রবে।

রচনাকালঃ
রাত ১২ ঃ০০ ঘটিকা
১৯-০৭-১৫ ইংরেজী

রচনাস্থলঃ
নিজবাড়ী।