তুমি আসবেনা বলে
তুমি আসবেনা বলে
কাঁদি আজ কাঁদি ভাসি হে, শোক সাগরে
তুমি আসবেনা বলে।
তুমি আসবেনা বলে
করে হাহাকার ঐ সিঁড়ি ঐ ঘাট-মাঠ
ছোট এই হাট মোড় বাঁক পথের
ধুলিকণা বালিকণা। চিৎকার করে
করে যে হাহাকার দেখ ঐ মেহরাব।
হে প্রিয়
তোমার দু'চরণ বক্ষে ধরে আজ
নব উদিত ঊষার বাতাসে হিন্দোল
মধুর তেলাওয়াত শুনেছে কত ঐ
সে টাইলস ঘেরা এক খন্ড জমি।
শুনেছে
সে মধুর বাণী ঐ টাইলস,জানালা,
দরজা,মিন্বর,সাউন্ড বক্স।ভেসেছে
আবার
কভূ ছাঁদের এ প্রান্ত থেকে ও প্রান্ত।
পূর্বের প্রাসাদটার দক্ষন পাশের
সে সংসদ কক্ষটা কাঁদে আজ কাঁদে।
কাঁদে বিরহ ব্যথায়,উন্মত্ততায়
প্রেমাসক্ততায়।
তুমি আসবেনা বলে।
প্রিয়তম,শুধু তুমি আসবেনা বলে।
রচনাকালঃ
৩০-০৬-১৫ ইংরেজী
রচনাস্থলঃ
নবম শ্রেণীকক্ষ,উমরপুরবাজার মাদ্রাসা,ওসমানীনগর,সিলেট।