যত্তসব ঐ তিড়িং বিড়িং
করে কেন আমায় দেখে
সামনে আমার ছুটা ছুটি
জানি না তো কোন সে ভূখে
আমি তো ভাই ভিন্ন পথিক
বুঝি সব-ই ঠিক বা বেঠিক
মজনু,ফরহাদ নইতো আমি
তার দিকে বা বসব ঝেঁকে।
বিঃদ্রঃকাব্যে ভিন্ন পথিক বলা হয়ছে,ভিন্ন প্রেমিক বলা হয়নি।
দুপুর ১২ঃ৪০ মিনিট
০৪-০৭-১৫ ইংরেজী
নবম শ্রেণীকক্ষ,উমরপুরবাজার মাদ্রাসা,সিলেট।