কৃতজ্ঞতা কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা লক্ষ হাজার
নাইবা আসুক শুকতে কেহ
থাকনা পরে পুস্প আমার।

পুস্প দানের কৃতজ্ঞতা
আদায় করার কোন ও প্রথা
জানে না গো এই ভুখারী
নিমকহারাম এই গোনাহগার।


রচনাকালঃ
দুপুর ০২ঃ১০ মিনিট
১৭-০৬-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
নিজবাড়ি