গঙ্গা জলের প্রবল টানে
উর্ধ শ্‌বাসে উল্টো চলি।
উল্টো পোকা বলে আমায়
যাসনে রে ভাই যাসনে দলি।

ঘর বাড়ি সব কালের ঘোরে
ছেড়ে হব কি ভবঘুরে
নয়ত আমি খরকুঠো
গঙ্গা জলে ভাসা বলি।


রচনাকালঃ
সন্ধ্যা ০৬ঃ২৮
০৭-০৬-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
নিজবাড়ী