চিরকুঠটা কেমন করে
পাঠাব আজ তোমার কাছে
তোমার প্রেমিক-প্রেমিকারা
দলে যাবে ফেলে পাছে।
সেই সুযোগটা পাব কবে
মিঠবে আশা এই যে ভবে
তোমার পায়ের ধুলোয় লুঠে
মিশব আমি তোমার ধাঁচে।
রচনাকালঃ
বিকাল ০৪ঃ১৫ মিনিট
১৭-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।