মন চায় যে তোমার প্‌রেমে
মগ্ন থাকি দিবস-রাতে
আত্‌নহারা হয়ে ঘুরি
যেথায় সেথায় সন্ধ্যা-প্রাতে।

ইবলিসেরই ধোঁকায় পড়ে
সব আশা সব চাওয়া ছেড়ে
ভুল পথে আজ 'পা'টা আমার
কেমনে স্‌বরি তোমায় না'তে।


রচনাকালঃ
বিকাল ০৪ঃ১৫ মিনিট
১৫-০২-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।