একটা সুরুজ সব মানুষের
আমার ও এক সূর্য আছে।
মানুষেরটা ফজর পরে
আমারটা যে ইশার পাছে।
জননী গো তোমার বাণী
নয় মিছে নয় একটুখানি
সেই সুরুজের লুঠব পদে
এমন সুযোগ নেই তো কাছে।
রচনাকালঃ
সকাল ০৯ঃ৪৫ মিনিট
১৫- ০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।