ভালবাসায় কতইনা স্বাদ
পেলাম আমি একটুখানি
বুঝতে পেলাম কিছু কিছু
কেমন কষ্ঠ কেমন গ্লানি।
তোমার প্রেমে কষ্ঠ আছে
সাথে সাথে সুখ ও আছে
দাও সুখে দাও ভাসিয়ে আমায়
আর পারি না সইতে গ্লানি।
রচনাকালঃ
রাত ০৮ঃ২০ মিনিট
০৪-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।