দাওনা আমায় তোমার প্রেমে
দিবস-রাতি মগ্ন করে
দাও করে দাও পাগলপাড়া
মহব্বতের রাস্তা পরে।
ঝঞ্ঝা বিপদ সব ফেলে সব
তোমার প্রেমে মজনু সরব
হব আমি দ্বীন-দুনিয়ার
বেখেয়ালী এ সংসারে।
রচনাকালঃ
সকাল ০৯ ঃ৪০ মিনিট
১৪-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুর,ওসমানীনগর,সিলেট।