দেখাও আমায় নূর গো তোমার
দাও গো ভগ্ন হৃদয় জুরে
তোমার প্রেমে উঠব মেতে
সকাল-বিকাল,সন্ধ্যা-ভোরে।
গাইব শুধু তোমার স্তুতি
তুলব হৃদে প্রেমের বীতি
দাও দেখা দাও,দাও দেখা দাও
জীর্ণ-শীর্ণ এই কুঠিরে।
রচনাকালঃ
সন্ধ্যা ০৫ঃ৫০ মিনিট
১২-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
শ্রেণীকক্ষ,উমরপুরবাজার মাদ্রাসা,ওসমানীনগর,সিলেট।