তোমার প্‌রেমের মধুর সুধা
পিয়াও আমায় মুগ্‌ধ করে
মওক্‌বা দাও গো দেখতে তোমায়
দেখব আমি নয়ন ভরে।

হৃদয় জ্‌বালা মিঠাও আমার
একবার দাও গো দেখা তোমার
হে নবী হে দ্‌বীনের রবি
হয়ো ছাঁয়া কাল হাশরে।


রচনাকালঃ
সকাল ০৯ঃ৩৫ মিনিট
১২-০২-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।