একবার হলেও দাও দেখা দাও
দেখব আমি নয়ন ভরে
ছাদেক বলে শুধাও আমায়
যদি ও হয় কর্কশ স্‌বরে।

শুনব আমি তোমারই সুর
দেখব আমি তোমারই নূর
মিঠাও জ্‌বালা হে নবী হে
সুখ পেতে দাও এ অন্তরে।

রচনাকালঃ
রাত ১১ঃ২০ মিনিট
০৯-০২-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
উমরপুরবাজার মাদরাসা মসজিদ,ওসমানী নগর,সিলেট।