শখ জাগে গো তোমার পদে
চুমু দিব প্রাণটা ভরে
ঐ মাঠিতে চুমু খাব
হেটেছো গো যার উপরে।
সাগর পাহাড় পাড়ি দিয়ে
যাব আমি পথ মাড়িয়ে
তোমার স্বদেশ দেখব আমি
সুপ্ত বুকে নয়ন ভরে।
রচনাকালঃ
রাত ০৭ ঃ০০ মিনিট
০৬-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।