আজ এ বেলায় চোখটা আমার
অশ্রুসিক্ত তোমায় স্বরে
কে জানি না প্রদিপ দিবে
অন্ধকার এই ভগ্ন ঘরে।
থাকলে তুমি আমায় টেনে
নিতে বুকে এ দুর্দিনে
তোমার স্থানটা কে পুরিবে
তুলবে হাসি এই অধরে।
রচনাকালঃ
রাত ০৭ঃ০০ মিনিট
০৬-০২-২০১৫ ইংরেজী
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।