ঐ চাঁদের ঐ দিপ্ত আভা
হার মেনেছে তোমার কাছে
সূর্যটার ঐ প্রখর কিরণ
সৃস্টি হল তোমার ধাঁচে।

তারার আলো মিঠি মিঠি
পড়ছে তোমার পদে লুঠি
নুর তুমি নুর সৃস্টি সেরা
পাগল সবাই তোমার পাছে।


রচনাকালঃ
রাত ০৮ঃ২০ মিনিট
০৪-০২-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।