কঠিন পাথর যায় যে গলে
উন্মাদ নদীর প্রবল টানে
উভয় কিনার সিক্ত যে হয়
প্রবাহিনীর ক্ষুব্ধ বানে

শুধুই পানি শুধুই পানি
উথলে উঠছে বিরহ গ্‌লানি
কিভাবে স্থির হবে নদী
জানি না গো কোন সে গানে।


রচনাকালঃ
রাত ০৭ঃ১০ মিনিট
০৩-০২-২০১৫ ইংরেজী

রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।