তোমার সুশ্রী নুরানী মুখ
দেখতে হৃদয় পাগলপাড়া
তোমার কথা মনে হলে
চোখটা আমার ধৈর্যহারা।
আর কত আর তোমায় স্বরে
অশ্রু উঠবে নয়ন ভরে
কেঁদে কেঁদে অধম আমি
পাচ্ছি না গো কূল কিনারা।
রচনাকালঃ
রাত ০৭ঃ২০ মিনিট
০২-০২-২০১৫ ইংরেজী (সোমবার)
রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।