আর কত আর চোখের জলে
ভিজবে আমার গন্ড দুটো
আর কত দিন এমনি ভাবে
হৃদয় আমার রইবে ফুটো।

আর পারি না সইতে জ্‌বালা
বিরহেরই অগ্নিমালা
দাও দেখা দাও বন্ধু আমায়
বিরহেরই জ্‌বালা টুঠো।

রচনাকালঃ
রাত ০৭ঃ১৫ মিনিট
০১-০২-১৫ ইংরেজী (রবিবার)

রচনাস্থলঃ
হিজলশাহ,উমরপুর,ওসমানীনগর,সিলেট।