বিকেল বেলায় উঠা চাঁদকে
কেন যে আজ চুপসে দিলেন!
কোন কারণে কোন সে দ্‌রোহে
শুভ্র ফুলে হুল ফুটালেন!

এক মাঘ মাসে যায় না কো শীত
আসে ঘুড়ে নেই বিপরীত
হতেও পারে এমন একদিন
আমার নামে গুন ছড়াবেন।


রচনাকালঃ
বিকাল ০৫ঃ১৫ মিনিট
০৭-০২-১৫ ইংরেজী (মঙ্গলবার)

রচনাস্থলঃ
মিরপুর,কাজিরবাজার,মৌলভীবাজার।