পাপী বলে টেলো যদি
যাব আমি গো কার কাছে
মন্দ আমার নাই যদি হয়
কেমন ভাবে ঘুড়ব পাছে?

তাই বলে কি কুকুর বলে
তাড়াই দিবে গোলামটাকে
শাফায়াতের দোহাই দিলাম
ঘোরে যেন ইজ্জত বাঁচে।

রচনাকালঃ
রাত ০১ঃ২৫ মিনিট
২৭-০১-১৫ ইংরেজী (মঙ্গলবার)

রচনাস্থলঃ
নিজবাড়ী।