কাল প্রবাহের চাপায় পড়ে
বেশ গোনাহই করলাম আমি
এর পরেও বিশ্বাস করি
বক্ষ আমার অনেক দামী।
কৃপণ তো ন্ও কেড়ে নিবে
দান করা যা আমার তরে
তাই ডরি না অগ্নি বিশাল
ওগো রাহমান,জাহান স্বামী।
রচনাকালঃ
রাত ০১ঃ১০ মিনিট
২৭-০১-১৫ ইংরেজী (মঙ্গলবার)
রচনাস্থলঃ
নিজবাড়ী।